Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির আত্মপ্রকাশ


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি। সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)।


বিজ্ঞাপন


নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওয়ালিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শরীফুল ইসলাম জনি। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের নিলয় দত্ত।

শিক্ষার্থী উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. গোলাম কিবরিয়া এবং ম্যানেজমেন্ট বিভাগের মো. আবু বক্কর সিদ্দিক। প্রধান উপদেষ্টা মণ্ডলীতে আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফখরুল ইসলাম এবং সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক রিফাত-উর-রহমান।

আত্মপ্রকাশ উপলক্ষে সভাপতি ওয়ালিম আহমেদ বলেন, “অবশেষে আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির পরিচালনার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আমি খুবই আনন্দিত এবং আশাবাদী যে এই সংগঠন আমাদের আন্তসম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়তা করবে।”

সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বড় গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব। সেই সঙ্গে আমরা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবো।”

নতুন কমিটি জানায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে এ সমিতি কাজ করবে।

প্রতিনিধি- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...