Logo Logo

গোপালগঞ্জ-তালা সড়ক চার মাস ধরে ঝুঁকিপূর্ণ, নেই সংস্কারের উদ্যোগ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ গোপালগঞ্জ-তালা সড়কের উরফি ইউনিয়নভুক্ত অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘ চার মাসেও কোনো সংস্কার কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন ওই সড়ক দিয়ে অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে, ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, অতি বর্ষণের কারণে প্রায় চার মাস আগে সড়কের একপাশে বড় ধরনের ভাঙন দেখা দেয়। এতে সড়কের বিশাল অংশ ভেঙে পড়ে যানবাহন চলাচল অনিরাপদ হয়ে পড়ে। বর্তমানে সেখানে নিয়মিত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

এলাকার বাসিন্দা মো. বাচ্চু হাওলাদার (৬০) ও কৃষ্ণ পদ সিংহ (৬২) বলেন, “সড়কটির ক্ষতিগ্রস্ত অংশের বিষয়টি আমরা উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজীকে জানিয়েছি। তিনি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার আশ্বাস দিয়েছিলেন। তবে এতদিনেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।

তবে গোপালগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মাহামুদ হাসান বলেন, “গোপালগঞ্জ-তালা সড়কের উরফি ইউনিয়নের অংশ বিশেষ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে—এ বিষয়ে আমাকে আগে কেউ অবহিত করেনি। তবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে, যাতে যানবাহন চলাচল ঝুঁকিমুক্ত হয়।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে সড়কটির আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে যাত্রী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...