বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়ায় নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম অভিযোগ করেন, নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মৌজায় তার আপন ভাই এডভোকেট ইসমাইল হোসেন সিরাজির জমির পাশে তার ৪০ শতাংশ জমি রয়েছে। স্বপ্না বেগমের দাবি, তার ভাই বর্গাদারদের দিয়ে তাদের জমির আইল কেটে নেন। বিষয়টি স্বামী মো. মিল্লাত মিয়াকে জানালে তিনি মিথ্যা তথ্য দিয়ে ইসমাইল হোসেনকে ডেকে আনেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাই অকথ্য ভাষায় গালিগালাজ করেন। স্বামীর দুই ছোট ভাই প্রতিবাদ করলে তিনি তাদেরও গালিগালাজ ও মারধরের হুমকি দেন। পরবর্তীতে তিনি নিজেই বাদী হয়ে স্বামী ও দেবরদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গত ১০ সেপ্টেম্বর ইসমাইল হোসেন তার স্ত্রীর মাধ্যমে তাকে ডেকে নিয়ে স্বামীকে ঘর ছাড়ার জন্য চাপ দেন। প্রতিবাদ করলে তিনি স্বপ্না বেগমকে চড়-থাপ্পড় মারেন এবং গলায় হাত দিয়ে হত্যার চেষ্টা করেন। ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্বপ্না বেগম অভিযোগ করেন, ২১ সেপ্টেম্বর আদালতে মামলা করতে গেলে কোর্ট প্রাঙ্গণেই ভাই ইসমাইল হোসেন তাকে হুমকি ও হেনস্তা করেন। এর পরদিন ২২ সেপ্টেম্বর তার মামলার ৪ নম্বর সাক্ষীকে বাদী করে নতুন আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম বলেন, “আমি আইনের সাহায্য চাই। জুলুমবাজ অপশক্তির হাত থেকে আমার পরিবারকে রক্ষা করতে চাই।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী মো. মিল্লাত মিয়া, দেবর ও স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান লিমনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...