বিজ্ঞাপন
প্রতিষ্ঠার পর থেকেই চন্দ্রদ্বীপ শুধু আঞ্চলিক সংগঠন হিসেবেই সীমাবদ্ধ থাকেনি; বরং বরিশাল বিভাগের সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নানা সাংস্কৃতিক আয়োজন, সমাজসেবামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগ নিয়ে সংগঠনটি ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে।
নতুন কার্যকরী পরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: মোঃ মিজানুর রাহমান (ম্যানেজমেন্ট বিভাগ), সাধারণ সম্পাদক: অন্তর রায় ঝিনুক (সঙ্গীত বিভাগ), কোষাধ্যক্ষ: হাবিবা আক্তার কামনা (বাংলা বিভাগ), প্রচার সম্পাদক: মোঃ ইমতিয়াজ আহমেদ (সমাজবিজ্ঞান বিভাগ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন— এলমা জাহান (বাংলা বিভাগ), তামান্না (সমাজবিজ্ঞান বিভাগ), মোঃ রিফাত (ম্যানেজমেন্ট বিভাগ), শর্মিষ্ঠা বাড়ৈ (বাংলা বিভাগ), মুসরাত জাহান কান্তা (অর্থনীতি বিভাগ), জয় কর্মকার (ম্যানেজমেন্ট বিভাগ) এবং মাহাদি (সমাজবিজ্ঞান বিভাগ)।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, চন্দ্রদ্বীপ হবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের অভিন্ন পরিবার। তারা একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক অগ্রগতি, সাহিত্যচর্চা এবং শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি ইতিবাচক শিক্ষার্থী-সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
চন্দ্রদ্বীপের শিক্ষক উপদেষ্টামণ্ডলী নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এ সংগঠন বরিশাল বিভাগের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় অঙ্গনে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সেই দায়িত্ব আরও সুদৃঢ় করবে।
সংগঠনের সদস্যরা মনে করছেন, এই কমিটি তাদের নতুন স্বপ্ন ও নতুন উদ্দীপনা যোগাবে। শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নয়, বৃহত্তর পরিসরে বরিশাল বিভাগের ঐতিহ্য তুলে ধরতে চন্দ্রদ্বীপ আরও সক্রিয় ভূমিকা রাখবে।
প্রতিনিধি- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...