Logo Logo

বেনাপোলে কার্গো ট্রাকভর্তি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


Splash Image

কার্গো ট্রাকে মিললো কোটি টাকার অবৈধ পণ্য

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপির সদস্যরা আজ মঙ্গলবার সকালের দিকে বিপুল পরিমাণ ভারতীয় পন্যসামগ্রিসহ কার্গো ট্রাক আটক করেন।


বিজ্ঞাপন


বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশীর জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

এসবের আনুমানিক সিজার মূল্য ২,৫৫,৬১,৯৩০/-(দুই কোটি পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার নয়শত ত্রিশ) টাকা। আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ বিল্লাল (৩২), পিতা-মোঃ বাবুল, গ্রাম-নামাজ গ্রাম, ডাকঘর-বেনাপোল, থানা-শার্শা, জেলা-যশোর এর সাথে ২০,০০০/-(বিশ হাজার) টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকা, মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তির নাম আঃ মালেক (৪৬), পিতাঃ নাদের মোল্যা, গ্রামঃ হাজী রোড কলেজ পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানা-মাগুরা, জেলাঃ মাগুরা, অন্তর কর্মকার (২৯), পিতাঃ শুশান্ত কর্মকার, গ্রামঃ শিবরামপুর পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানাঃ মাগুরা, জেলাঃ মাগুরা। আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...