Logo Logo

মুকসুদপুরে হারল্যান স্টোরের নতুন আউটলেটের উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে চালু হলো হারল্যান স্টোরের ১৪৪তম আউটলেট। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ব্যস্ততম এলাকা চৌরঙ্গীতে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের চিফ অপারেটিভ অফিসার (সিওও) তাসনিম হুসাইন।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে হারল্যান স্টোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশজুড়ে হারল্যান অথেনটিক কসমেটিকসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আউটলেট সম্প্রসারণের অংশ হিসেবে মুকসুদপুরে এ নতুন শাখা উদ্বোধন করা হলো।

উদ্বোধন শেষে তাসনিম হুসাইন বলেন, “অথেনটিক মানেই হারল্যান। ভেজালমুক্ত কসমেটিকস ভোক্তাদের হাতে পৌঁছে দিতে হারল্যান স্টোর মুকসুদপুরে এসেছে। এভাবেই আমরা দেশের সব শ্রেণির মানুষের কাছে আসল কসমেটিকস সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

হারল্যান স্টোর জানায়, দেশব্যাপী অথেনটিক কসমেটিকসের সহজলভ্যতা নিশ্চিত করতেই তাদের এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...