বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের সম্মতির পর আমন্ত্রিতদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। “আমরা কমিশনের কাছে ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে অনুমোদন চেয়েছি। সম্ভাব্য এ সময় থেকে সংলাপ শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানো হবে। তবে আলোচ্যসূচি এখনও চূড়ান্ত নয়,” বলেন রুহুল আমিন মল্লিক।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ চলমান রয়েছে, যার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এই সংলাপ এক থেকে দেড় মাস পর্যন্ত চলবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ না হওয়ায় অক্টোবরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূল সংলাপ অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপে আমন্ত্রিতদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সংলাপসূচি নির্ধারণের অন্তত এক সপ্তাহ বা ১০ দিন আগে প্রতিটি দলকে আমন্ত্রণপত্র পাঠানোর প্রস্তুতি রয়েছে। সাপ্তাহিক ছুটি, দুর্গাপূজা ও অন্যান্য সরকারি ছুটি বিবেচনায় নিয়ে অক্টোবরজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হতে পারে।
এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশনের এটিই হবে প্রথম সংলাপ আয়োজন। নির্বাচনী আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোটসম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যু এই সংলাপের আলোচ্যসূচিতে স্থান পাবে।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানান, “রোডম্যাপে যে সময় নির্ধারিত রয়েছে, সে অনুযায়ী এ মাসের শেষ দিকে সংলাপ শুরু হবে। ইসি সচিবালয় আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেবে। দু’এক দিন এদিক-ওদিক হতে পারে, তবে রোডম্যাপ অনুসরণ করেই এগোনো হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...