Logo Logo

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু


Splash Image

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় দায়িত্ব পালনকালে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তিনি। পরবর্তীতে তাকে অন্যান্য আহতদের সঙ্গে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আজ বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...