Logo Logo

৯০ বছর পর বেদখলে থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি প্রায় ৯০ বছরেরও বেশি সময় পর অবশেষে থানা পুলিশের দখলে ফিরেছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ সেপ্টেম্বর) দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ব্যক্তিরা আলোচনার মাধ্যমে জমি ছেড়ে দিলে বিকেলে থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে জমিটি বুঝে নেয়।

থানা সূত্র জানায়, ১৯১৭ সালে মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হয়। সেই সময় থেকেই থানার পাশের পরিত্যক্ত সাড়ে ৭ শতাংশ জমিতে আশ্রয় নিয়ে ধীরে ধীরে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। বহু বছর ধরে থানা কর্তৃপক্ষ জমি ছাড়ার জন্য একাধিক নোটিশ দিলেও দখলদাররা গড়িমসি করে আসছিল। সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে তারা অবশেষে স্বেচ্ছায় জমি ছেড়ে অন্যত্র সরে যান।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে রাখায় সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম। যেহেতু তাদের স্থাপনাটি থানার সীমানার কোল ঘেঁষে ছিল, তাই সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। অবশেষে আলোচনার মাধ্যমে তারা স্বেচ্ছায় জমি ছেড়ে দিয়েছেন। এতে করে আমরা অধিক সময় পরে হলেও আমাদের জমি ফেরত পেলাম। এখন সেখানে সীমানা প্রাচীর তোলা হলে থানার নিরাপত্তা বৃদ্ধি পাবে।”

দীর্ঘ আইনি জটিলতা ও স্থানীয় টানাপোড়েনের পর আলোচনার মাধ্যমে জমি ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে মুকসুদপুর থানা পুলিশ।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...