বিজ্ঞাপন
রামু ব্যাটালিয়ন বাংলাদেশের সর্বদক্ষিণে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সদা জাগ্রত অবস্থায় দায়িত্ব পালন করছে। বেসামরিক পরিমণ্ডলেও তাদের পেশাদারিত্ব ও কার্যকরী কর্মকাণ্ড ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।
২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪:০০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করার সময় একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। চালক উমর রাহিম আরফাত (২৬) কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি অস্বীকার করে।
পুঙ্খানুপুঙ্খ তল্লাশী শেষে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭২ লক্ষ টাকা।
আটককৃত উমর রাহিম আরফাত চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার পূর্ব ষোল শহর, ওমর আলী মাতব্বর বাড়ি এলাকার মৃত সেলিমের পুত্র। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার জেলার সদর থানার বাজার ঘাটা এলাকার অলি আহম্মদের পুত্র মোঃ রশিদ (৪০) এই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।
লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদক এখন রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...