Logo Logo

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি–জামায়াত সংঘর্ষ


Splash Image

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন ধরে চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশের স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের সঙ্গে জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার রাতেও চাম্বল বাজারে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করলে সেখানে জামায়াতের সমর্থকরাও উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বিএনপির পক্ষের মিজান নামে একজন আহত হন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হলে থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...