Logo Logo

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে আনা হলো চিকিৎসক


Splash Image

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিদুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এসআই জাচক।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে পৌঁছান। রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি আহতদের সর্বশেষ চিকিৎসা অবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা পদক্ষেপের খোঁজ নেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, মিটিংয়ের আগে ডা. জাচক হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।

পরবর্তী সময়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সরাসরি পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে মাইলস্টোন স্কুল দুর্ঘটনার সময়ও সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন ডা. এসআই জাচক, যা তার আন্তর্জাতিক চিকিৎসা দক্ষতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...