Logo Logo

ফরিদপুরে ছবি এঁকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ


Splash Image

ফরিদপুরে স্বেচ্ছাসেবী নারী উন্নয়ন সংগঠন নন্দিতা সুরক্ষা একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন ও সুরক্ষাকে নতুন মাত্রা দিয়েছে। নারীসহিংসতা প্রতিরোধ এবং পারস্পরিক সংযোগ বাড়ানোকে কেন্দ্রে রেখে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘নারীর জন্য কেমন সমাজ চাই’ শীর্ষক আর্টিভিজম সেশন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস ও নন্দিতা সুরক্ষার উদ্যোগে ফরিদপুরের বেল পিয়াটো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের নাম ছিল ‘সিস্টারস নেটওয়ার্ক রিকানেক্ট: রিক্লেইমিং স্পেস, রিক্লেইমিং ডিগনিটি’। এতে অংশগ্রহণকারীরা নানা বয়সী নারীরা ছবি এঁকে তাৎক্ষণিকভাবে রং ও তুলির আঁচড়ে তুলে ধরেন, কেমন জীবন ও সমাজ তারা চায়।

আয়োজিত অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একে অপরের পাশে দাঁড়ানো, অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং সম্মিলিত কণ্ঠস্বর তোলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে ট্রমা, ডিপ্রেশন ও সামাজিক চাপ মোকাবিলায় নারীদের ভূমিকা নিয়েও বিস্তারিত আলাপ অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, পারস্পরিক সংযোগ ও সিস্টারহুড গঠন নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেছে বিভিন্ন পেশা ও প্রেক্ষাপট থেকে আসা মোট ৩২ জন নারী—তরুণ, কর্মজীবী নারী, শিক্ষক, ছাত্রী, দলিত নারী, আইনজীবী, নারী উদ্যোক্তা, চিত্রশিল্পী এবং নারী নেত্রীসহ বিভিন্ন ধারার নারীরা।

নন্দিতা সুরক্ষার ভাইস প্রেসিডেন্ট তাহিয়াতুল জান্নাত রেমি অনুষ্ঠানে আশা প্রকাশ করে বলেন, “এই ধরনের উদ্যোগ নারীদের পারস্পরিক সংযোগকে আরও শক্তিশালী করবে এবং সহিংসতামুক্ত, মর্যাদাপূর্ণ ও সমতার সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...