Logo Logo

টঙ্গীতে দগ্ধ আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু


Splash Image

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের আরেক সদস্য নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে টঙ্গীর কেমিকেল দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে দুই জনের মৃত্যু হলো।


বিজ্ঞাপন


বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার জন সদস্যসহ মোট পাঁচ জন দগ্ধ হন।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদ (৪২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুদামে কী ধরনের রাসায়নিক মজুত ছিল এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...