বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিরদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে মানবজীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রক্রিয়াকরণের অভিযোগে দুইটি হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর মালিককে ২,০০০ টাকা এবং নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...