Logo Logo

শিবচরের কবির মেহেরুন শিক্ষালয়ে অগ্নিকান্ড


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলা সদরের স্বনামধন্য কবির মেহেরুন শিশু শিক্ষালয়–সংলগ্ন একটি ব্যানার-ফেস্টুনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘটা এ অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে হঠাৎ বিদ্যালয়ের পাশে থাকা একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষেই ব্যানার-ফেস্টুনের গোডাউন ছিল। ঘটনার সময় স্কুলে নিয়মিত ক্লাস চলছিল। আগুনের ধোঁয়া টের পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বিদ্যালয় ত্যাগ করেন।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...