Logo Logo

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান


Splash Image

ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শীতলাখোলা এলাকা থেকে এই অভিযান শুরু হয়।


বিজ্ঞাপন


পরে পোস্ট অফিস সড়ক, কালিবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেকে। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে এবং অবৈধ স্থাপনা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।”

এদিকে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হচ্ছে এবং শহরে শৃঙ্খলা ফিরবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...