Logo Logo

গণমানুষের সেবার লক্ষ্যে রাজনীতিতে যোগদান করেছি : মাওলানা তাজুল ইসলাম


Splash Image

নড়াইল-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেছেন, তিনি গণমানুষের সেবার লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, “আমি ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শে বিশ্বাসী হয়ে এই দল থেকে জনকল্যাণে কাজ করতে চাই।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লোহাগড়ার রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে লোহাগড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা তাজুল ইসলাম জানান, তিনি পূর্বে একটি বেসরকারি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। চাকরির প্রায় আট বছর বাকি থাকলেও স্বেচ্ছায় তা ছেড়ে দিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, “আমি মানুষের পাশে থাকতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। রাজনীতিকে পেশা নয়, বরং জনসেবার মাধ্যম হিসেবে দেখি।”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হাবিবুল্লাহ খান বেলালী। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, জয়েন্ট সেক্রেটারি হেলাল উদ্দিন মণ্ডল, ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের লোহাগড়া শাখার সভাপতি মো. শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আগত সাংবাদিকদের ধন্যবাদ জানান মাওলানা তাজুল ইসলাম এবং আগামীর পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...