Logo Logo

মনোহরদীতে শিক্ষককে ছুরিকাঘাত ও মারধর


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা-টু-পোড়াদিয়া সড়কে এ হামলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার আহমেদ প্রতিদিনের মতো নিজ ভাড়া বাসা থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। মেইন রোডে রিকশার জন্য অপেক্ষা করার সময় এক ব্যক্তি সিএনজি থেকে নেমে এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

প্রথমে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করলে কাওসার আহমেদ হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে প্রতিহত করেন। এরপর হামলাকারী তার চোখে সজোরে ঘুষি মারে এবং গাড়ি থেকে লাঠি এনে পরপর চার-পাঁচবার আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হামলাকারীর নাম বাবুল মিয়া (৪৮), যার বাবার নাম রাজু মিয়া ওরফে বোগা রাজু। বাবুল মিয়ার কন্যা জান্নাত জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনায় শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত বাবুল মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...