Logo Logo

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক সভা


Splash Image

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে “মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব” শীর্ষক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফ্রোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। বক্তারা পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ রোধ, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...