Logo Logo

গোপালগঞ্জে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) শহরের হাজী লালমিয়া সিটি কলেজ প্রাঙ্গণে জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


“কেবল সচেতনা তৈরির মাধ্যমেই মাদকের আগ্রাসন প্রতিরোধ সম্ভব”—এ প্রতিপাদ্য নিয়ে কলেজের দুটি বিতার্কিক দল পক্ষে ও বিপক্ষে অংশ নিয়ে যুক্তি-তর্কে মুখরিত করে তোলে অনুষ্ঠানস্থল। প্রাণবন্ত বিতর্কে শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা, প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা ও তরুণদের করণীয় তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।

প্রধান অতিথি হিসেবে হাজী লালমিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্কেল তুলে দেন। পাশাপাশি তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে “মাদকে না বলুন” খচিত কলম, স্কেল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং স্থানীয় সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...