বিজ্ঞাপন
“কেবল সচেতনা তৈরির মাধ্যমেই মাদকের আগ্রাসন প্রতিরোধ সম্ভব”—এ প্রতিপাদ্য নিয়ে কলেজের দুটি বিতার্কিক দল পক্ষে ও বিপক্ষে অংশ নিয়ে যুক্তি-তর্কে মুখরিত করে তোলে অনুষ্ঠানস্থল। প্রাণবন্ত বিতর্কে শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা, প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা ও তরুণদের করণীয় তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
প্রধান অতিথি হিসেবে হাজী লালমিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্কেল তুলে দেন। পাশাপাশি তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে “মাদকে না বলুন” খচিত কলম, স্কেল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং স্থানীয় সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...