Logo Logo

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলার ঘটনায় যুবদল নেতা লিমন বহিষ্কার


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


বিজ্ঞাপন


বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের লিমনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহেন্দ্র স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের অনুসারী শাহীন হাওলাদারের নেতৃত্বে একদল যুবক শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করা হয়। ঘটনায় ১০ জন শ্রমিক আহত হন, তাদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।

এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মাসুদুর রহমানসহ সাতজনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয় নম্বর আসামি মাসুদুর রহমান ও সাত নম্বর আসামি আনন্দ শুভ্র রায়কে গ্রেপ্তার করে।

শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে শাহীন হাওলাদার ও তার সহযোগীরা মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং প্রতিটি মাহেন্দ্র থেকে জোরপূর্বক ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করছিল। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটে।

দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, “যুবদল নেতা মাসুদুর রহমান দলীয় নীতিবিরুদ্ধ কাজে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিক প্রমাণ পেয়েছি। এজন্য কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...