Logo Logo

আলফাডাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন বহিষ্কৃত আ. লীগ নেতা


Splash Image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াহাব ওরফে পান্নু মিয়া মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।


বিজ্ঞাপন


বিকেলে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তাকে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের ফুল তুলে দিয়ে দলীয় যোগদান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

বিএনপিতে যোগদানের পর আব্দুল ওয়াহাব বলেন, “আমি আগে কোনো দলে যোগ দেইনি। আজই বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আমার আত্মপ্রকাশ ঘটল।”

তবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা জানান, আব্দুল ওয়াহাব ২০১৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম (ফরিদপুর-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী) বলেন, “এই ইউনিয়নে আমাদের দলের কিছুটা দুর্বলতা ছিল। আব্দুল ওয়াহাবের যোগদানের ফলে আমরা দ্রুত সে দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হব।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরাইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজরুল রশিদ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মান্নান মিয়া এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...