বিজ্ঞাপন
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল, এবং বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা: মো: রমজান আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দীন, এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাছরুল্লাহ আল কাফী। বক্তারা এসডিএফের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে সংস্থার প্রশংসা করেন।
কর্মশালায় এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন এসডিএফ-এর জেলা আইসিবি কর্মকর্তা মেজবাউর রহমান ও জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা: দিশারী মন্ডল। এসময় এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এই কর্মশালার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নের বিভিন্ন কার্যক্রমকে তুলে ধরা হয়, যা স্থানীয় সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...