Logo Logo

ইন্দুরকানীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালার আয়োজন করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।


বিজ্ঞাপন


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল, এবং বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা: মো: রমজান আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দীন, এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাছরুল্লাহ আল কাফী। বক্তারা এসডিএফের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে সংস্থার প্রশংসা করেন।

কর্মশালায় এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন এসডিএফ-এর জেলা আইসিবি কর্মকর্তা মেজবাউর রহমান ও জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা: দিশারী মন্ডল। এসময় এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

এই কর্মশালার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নের বিভিন্ন কার্যক্রমকে তুলে ধরা হয়, যা স্থানীয় সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...