Logo Logo

রাজবাড়ীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত


Splash Image

নিহত ব্যবসায়ী সজিব।

রাজবাড়ীতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সজিব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সজিব রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার সাইদুরের ছেলে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহী সজিব গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

স্থানীয়রা জানায়, সড়ক দুর্ঘটনাটি ঘটেছে একেবারে চলাচলরত অবস্থায়, যা এলাকায় চলমান যানজট ও দুর্ঘটনার ঝুঁকিকে আরও উদ্বেগজনক করেছে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...