Logo Logo

গোবিপ্রবি’তে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “Think Health, Think Pharmacist”।


বিজ্ঞাপন


সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, এসেনশিয়াল ড্রাগ গোপালগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ অনেক দূর এগিয়েছে। বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যেই ফান্ডিং করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলবো, তোমরা শুধু বিভাগের নয়, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে।”

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (FIP) প্রতিষ্ঠিত হয় এবং সেদিনই প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে ফেডারেশনের কাউন্সিল মিটিংয়ে তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী এ দিনটি পালনের প্রস্তাব করে। সর্বসম্মতভাবে অনুমোদনের পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে।

প্রতিবেদক- হাবিবুর রহমান, গোবিপ্রবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...