বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পাশের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে শিশুটির লাশ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।
নিহত তায়্যেবা (০৬) শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে।
তিন দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তায়্যেবা। পরিবার ও স্থানীয়রা সর্বত্র খুঁজেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকায় শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে আসে।
স্থানীয়দের দাবি, সেপটিক ট্যাংক সাধারণত বন্ধ অবস্থায় থাকে। সেখানে একটি শিশু বা তার লাশ কীভাবে প্রবেশ করল—এটি স্বাভাবিকভাবে কারও বোধগম্য নয়। ফলে এ মৃত্যুকে ঘিরে গ্রামজুড়ে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন,
“শিশুটি নিখোঁজ হওয়ার পর সখিপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। আজ তাকে মৃত অবস্থায় একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের তীব্র সন্দেহ রয়েছে, শিশুটির সঙ্গে খারাপ কিছু করা হয়েছে। সে অনুযায়ী আমরা তদন্ত চালাচ্ছি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...