বিজ্ঞাপন
প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমদিকে তিনি ঘটনাটি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও পরে ভিন্নধর্মী উদ্যোগের সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস, মানুষ কখনও অভাবের কারণে আবার কখনও লোভের বশবর্তী হয়ে অপরাধে জড়িয়ে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা নয়, বরং তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করাই শ্রেয়।
এ উপলক্ষে শুক্রবার স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সবুজ। গ্রামের বিভিন্ন এলাকায় মাইকিং করে তিনি সবাইকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা সবুজের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়। কিন্তু এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।” স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু এলাকায় নয়, বরং গোটা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে এ অপরাধ করেছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না। আমি চাই সে নিজের ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে ফিরে আসুক। আমার এই প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।”
সবুজের এই অভিনব উদ্যোগ ইতোমধ্যেই রঘুনাথপুর ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা নৈতিকতার মূল্যবোধ জাগ্রত করতে এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...