Logo Logo

গোপালগঞ্জে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত


Splash Image

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা।


বিজ্ঞাপন


শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

চূড়ান্ত পর্বে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি জেলা স্কুল সদর গোপালগঞ্জ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। “পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা জরুরি”—বিষয়ে অনুষ্ঠিত ফাইনাল বিতর্কে সেরা বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা আরিবা মারজান আরা।

প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাবিবুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত।

বিতর্কের বিচারক মণ্ডলীতে ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাচান ইমাম, ইংরেজি বিভাগের প্রভাষক লিটন বিশ্বাস, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোজ রায়, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান এবং রসায়ন বিভাগের প্রভাষক জুলফিকার আলী বিশ্বাস। পুরো অনুষ্ঠান সঞ্চালনা (মডারেশন) করেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা। আয়োজনে সমকাল সুহৃদ সমাবেশের পাশাপাশি বিজ্ঞান ক্লাব ও ডিবেট ক্লাবের সদস্যরা সময় নিয়ন্ত্রণ, স্বাগত ও সার্বিক সহযোগিতা করেন।

এবারের প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুলের ২৪ জন বিতার্কিক অংশ নেয়। সকাল থেকেই কলেজ চত্বরে ছিল উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থী ও বিতার্কিকদের উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। প্রতিটি রাউন্ডেই জমে ওঠে যুক্তি ও তর্কের লড়াই, করতালির মধ্য দিয়ে উৎসাহিত হন বিতার্কিকরা।

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি জেলা স্কুল সদর গোপালগঞ্জ, সীতানাথ মথুরানাথ সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...