Logo Logo

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Splash Image

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুপ্ত হামলা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ছাত্র–জনতার বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাঁচ দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে ও সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক টানা ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, বর্তমান জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খানসহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকদের দাবি, সরকারের একতরফা নির্বাচন প্রক্রিয়া ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...