Logo Logo

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার


Splash Image

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে সকলকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন


ড. ইউনূস বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল অশুভ, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। এই দুর্গাপূজা উপলক্ষে আমি সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা করি।”

তিনি আরও বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্ম মতে, দেবী দুর্গা মঙ্গল ও কল্যাণের উদ্দেশ্যে মর্ত্যলোকে আসেন এবং শত্রু বিনাশ ও সৃষ্টির রক্ষণাবেক্ষণ করেন। এই অশুভ শক্তির বিনাশ ও সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবকে অনন্য গুরুত্ব দিয়েছে।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারা দেশে নির্বিঘ্নে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হবে।”

তিনি আরও যোগ করেন, “শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মের মূল উপজীব্য। মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা। তাই নিজ নিজ ধর্মের যথাযথ অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...