Logo Logo

আজিমপুরে হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী


Splash Image

রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী।


বিজ্ঞাপন


রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত ভবনটিকে ঘিরে রাখতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো শুরু করেছে যৌথবাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। এ ব্যাপারে আর কোনো তথ্য আমাদের কাছে নেই।”

অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এসব গাড়ির মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে।

ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী। তবে তিনি গাড়িগুলো সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার সময় এলাকায় কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অভিযান শেষে গাড়িগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হবে কিনা, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...