Logo Logo

স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে নারীকে পিটিয়ে হত্যা, যুবক পলাতক


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলায় নাদেরা আক্তার (২৩) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজু মাতুব্বর নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে। রাজু মাতুব্বর ওই গ্রামের বাসিন্দা জয়নাল মাতুব্বরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সূত্রের খবর, গত ১৩ সেপ্টেম্বর রাজু মাতুব্বর নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। রাজু চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নাদেরাকে বাড়িতে আনার পর থেকেই তার ওপর নানাভাবে নির্যাতন চালাতেন রাজু। শনিবার বিকেলে আবারও নাদেরাকে মারধর করেন। পরে স্থানীয় বিভাগদী বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের কাছে দেখানোর পর রাজু নাদেরাকে বাড়িতে ফেরান এবং রাতের কোনো এক সময়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।

মরদেহ ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সালথা থানা পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানিয়েছেন, “রাজু মাতুব্বর ১৪–১৫ দিন আগে নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসে। শনিবার রাতে তিনি নাদেরাকে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে এবং রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাদেরার বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।”

স্থানীয়রা জানান, রাজু এলাকায় অনেকসময় থাকতেন না এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...