Logo Logo

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত


Splash Image

“ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যের অভিগম্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী এর সহযোগিতায় উপজেলা হলরুম তেপান্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার যৌথ সঞ্চালনা করেন এসিজি সদস্য আব্দুল আল-আমিন এবং ইয়েস দলনেতা আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে উপজেলা সরকারি অফিসগুলোতে ওয়েব পোর্টাল এবং তথ্য হালনাগাদ সংক্রান্ত স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন, সবুজ বাংলা গ্রামিন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম, সনাক সদস্য আবুল হোসেন খান এবং ইয়েস সদস্য শাহীন আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

এর আগে উপজেলা গেইটের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করে তাদের সচেতনতা ও সমর্থন প্রদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...