ফাইল ছবি।
বিজ্ঞাপন
ঢাকা জোন-৩ এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ শুরু করলে হঠাৎ গুদামটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার কর্মী ও একজন সাধারণ ব্যক্তি দগ্ধ হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজন ফায়ার সার্ভিসকর্মী এবং পাশের দোকানের একজন কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রশাসন এখন অগ্নিকাণ্ডের উৎস, গুদামের বৈধতা, অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...