বিজ্ঞাপন
রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে। কেউ কোনো দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব এবং আইনের আওতায় আনা হবে। পূজা উদযাপন কমিটির সদস্য ও সাধারণ ভক্তদেরও সজাগ থাকতে হবে, যেন কোনো দুষ্কৃতকারী সুযোগ নিতে না পারে।”
তিনি আরও বলেন, “সব সমাজেই কিছু দুষ্কৃতকারী থাকে। আমাদের উৎসব যাতে তাদের কুমতলব থেকে সুরক্ষিত থাকে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন আমরা সুন্দরভাবে সফল করেছি। আমার অফিসাররা পূজার দায়িত্বও সফলভাবে পালন করবে, কোনো অসুবিধা হবে না।”
ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তদের উপস্থিতি ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম ১১ জন থেকে ৫০ জন পর্যন্ত নিরাপত্তা সদস্য মোতায়েন আছে। এছাড়া মণ্ডপকেন্দ্রিক প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক টহল ও চেকপোস্টে দায়িত্ব পালন করবেন।
বিসর্জনের দিন অতিরিক্ত ২ হাজার ৪০০ পুলিশ মোতায়েন থাকবে। পলাশীর মোড়, রায়সাহেব বাজার ও ওয়াইসঘাটে তিনটি অস্থায়ী ওয়াচটাওয়ার স্থাপনসহ পৃথক ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি মণ্ডপের চারপাশে পুলিশি নজরদারি থাকবে। প্রয়োজনে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে। পাশাপাশি সোয়াত, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে, যাতে কোনো অপতথ্য ছড়ানো না যায়।
প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন। আয়োজকদের উদ্দেশে কমিশনার বলেন, “ভক্তরা চলে যাওয়ার পর মণ্ডপ যেন অরক্ষিত না থাকে। রাতে কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক অবশ্যই উপস্থিত থাকবেন।”
পুলিশ সদস্যদের সুবিধার্থে এবারই প্রথমবার তাদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শন করবেন এবং থানা–ফাঁড়ির কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করবেন।
গত বছরের পরিস্থিতির সঙ্গে তুলনা করে কমিশনার জানান, “গত বছর পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের মতো ছিল না। এবার পরিস্থিতি ভিন্ন। ডিএমপি সদস্যরা সুসংগঠিত এবং আমরা আত্মবিশ্বাসী, নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...