বিজ্ঞাপন
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, প্যাকেজভেদে মক্কা ও মদিনার আবাসন, পরিবহন ও সেবার মান অনুযায়ী খরচ নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১ (বিশেষ)
এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনার মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসনের ব্যবস্থা থাকবে। এটাচড ৬ বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ ৫ জন থাকবেন। মিনায় জোন-২ এলাকায় তাঁবু ও মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। প্যাকেজটির খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
হজ প্যাকেজ-২
প্রথম প্যাকেজের তুলনায় কিছুটা সুলভ এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরত্বে এবং মদিনার মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসনের ব্যবস্থা থাকবে। এটাচড বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ ৬ জন থাকবেন। মিনায় জোন-২ এলাকায় তাঁবু এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
হজ প্যাকেজ-১ ও ২–এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ বা ৩ সিটের রুম আপগ্রেড এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪৭ দিন। শর্ট প্যাকেজ নিলে অবস্থানকাল ২২ থেকে ৩০ দিন হবে।
হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী)
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো যুক্ত হওয়া এই প্যাকেজে মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এক রুমে সর্বোচ্চ ৬ জন থাকবেন। মিনায় জোন-৫ এলাকায় তাঁবু এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতে এসি বাস থাকবে। প্যাকেজটির খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
ধর্ম উপদেষ্টা জানান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার মতো শীর্ষ হজযাত্রী প্রেরণকারী দেশগুলো বহু বছর ধরে আজিজিয়া এলাকায় হাজীদের রাখছে। আমাদের দেশের পুরোনো হোটেলগুলো ভেঙে ফেলার কারণে ভবিষ্যতেও আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করতে হবে।
বেসরকারি হজ প্যাকেজ
হজ এজেন্সিগুলোর জন্য “বেসরকারি সাধারণ হজ প্যাকেজ” নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এই প্যাকেজের আওতায় এজেন্সিগুলো অতিরিক্ত দুইটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
প্রতিদিনের খাবারের জন্য প্রত্যেক হজযাত্রীকে ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় করতে হবে, যা নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...