বিজ্ঞাপন
জেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর গোপালগঞ্জের ১,২৮৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫২টি, কোটালীপাড়ায় ৩২১টি, মুকসুদপুরে ২৯৮টি, কাশিয়ানীতে ২২৪টি এবং টুঙ্গিপাড়ায় ৯০টি পূজা মণ্ডপ রয়েছে।
প্রতিটি মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। মন্দিরগুলোতে ছোট-বড় সব বয়সের ভক্তরা নতুন সাজে ঘুরে বেড়াচ্ছেন। মন্দির থেকে মন্দিরে দল বেঁধে যাওয়া, আলোকসজ্জা ও পূজার সাজে সেজেছে পুরো জেলা। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও এই আনন্দ-উৎসবে শামিল হচ্ছেন।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সর্বত্র বিরাজ করছে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ। ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা মহিষাসুর বধের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয় ঘটিয়ে মঙ্গল বয়ে আনেন।
পূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে গ্রাম্য পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহল ও মণ্ডপ পরিদর্শন করছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মণ্ডপে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।
প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...