Logo Logo

বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে দুর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান ফৌজিয়া আক্তারের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ফ্যাবল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ.কে. এম. আদহামসহ লাইব্রেরীর কর্মকর্তা-কর্মচারীরা। লাইব্রেরীর সকল জনবলের সক্রিয় অংশগ্রহণে মহড়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য গ্রন্থাগারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটার।

প্রশিক্ষণে গ্যাস চুলা ও সিলিন্ডারের আগুন নেভানো, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণসহ জরুরি পরিস্থিতিতে করণীয় বিভিন্ন কলাকৌশল হাতে-কলমে শেখানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...