বিজ্ঞাপন
মতবিনিময়কালে এ. কে. আজাদ বলেন, আগামী দিনে দেশ গড়ার জন্য তিনি আগের মতোই কাজ করে যেতে চান। বেকারত্ব দূরীকরণে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, “সংসদ সদস্য থাকাকালে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো নিজ অর্থায়নে বাস্তবায়ন করব।”
সনাতন ধর্মাবলম্বী নেতাদের ধন্যবাদ জানিয়ে এ. কে. আজাদ আরও বলেন, “আমি কাজ করি মানুষের জন্য। আগামীতেও ফরিদপুর-৩ আসনের জনগণ সেই কাজের ধারাবাহিকতা দেখতে চান।”
এ সময় ফরিদপুর সদরের ১৯৯টি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত জেলার সব পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি আয়োজকদের হাতে অনুদান তুলে দেবেন এ. কে. আজাদ।
সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলিতে এ. কে. আজাদের বাসভবন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন ঘোষ, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ সাহা, প্রফেসর অসীম কুমার সাহা, বিধান কুমার সাহা, রাম দত্ত, সুকেশ সাহা প্রমুখ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...