Logo Logo

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা


Splash Image

বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে “(Don’t Miss A Beat) প্রতিটি স্পন্দন জীবন, এখনই পদক্ষেপ নিন, জীবন বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মো. বদরুদ্দোজা এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জহিরুল ইসলাম মিয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শেখ ইউনুস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান মো. আরিফ, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদসহ গাইনী বিভাগের কয়েকজন নারী চিকিৎসক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন।

বক্তারা বলেন, পাঁচটি অকালমৃত্যুর মধ্যে একটি মৃত্যু ঘটে হৃদরোগে আক্রান্ত হয়ে। প্রতি বছর বিশ্বে প্রায় ২ কোটি এবং বাংলাদেশে প্রায় ৩০ লাখ মানুষ মারা যায় এ রোগে। এ থেকে মুক্ত থাকতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাসহ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন তারা। বক্তারা আরও বলেন, “আমরা অতীত নিয়ে হতাশায় ভুগি, বর্তমানকে উপভোগ করি না। সুস্থ থাকতে হলে অবশ্যই স্বাস্থ্যসচেতন হতে হবে।”

এছাড়া তারা উল্লেখ করেন, ১৯৯২ সাল থেকে ফরিদপুরে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। বর্তমানে বিদেশের তুলনায় দেশের হৃদরোগ চিকিৎসা কোনো অংশে পিছিয়ে নেই। সম্মিলিত প্রচেষ্টায় কার্ডিয়াক চিকিৎসা ও এনজিওগ্রামসহ বিশেষায়িত সেবার বিস্তার ঘটানোর আহ্বান জানান বক্তারা।

প্রতিবেদক- রবিউল হাসান রাজিব, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...