বিজ্ঞাপন
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ম্যানেজার শহিদুল ইসলাম, কর্মসূচী সংগঠক আল্পনা আক্তার ইতি, স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য অতিথিরা।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে শ্রীবরদীর ৫টি স্বপ্নসারথি দলের ৭ জন কিশোরী যারা ১৮ বছর পূর্ণ করেছে, তাদের সনদপত্র, ফুল এবং মগ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি মাসুমা মমতাজ তাঁর বক্তব্যে বলেন, “আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার, এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত। এই পথেই তোমাদের দায়িত্ব হলো অন্যদেরও বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসা।”
অনুষ্ঠানটি কিশোরী ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক সচেতনতাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে, যা স্থানীয় কমিউনিটিতে একটি প্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...