Logo Logo

পিরোজপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ বলেছেন, শুধু পূজাতেই নয়, বরং সব সময়ই জামায়াত হিন্দু ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকতে চায়। পূজার পরেও যদি কার্যক্রমে সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে দলটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে আখড়াবাড়ী, কালিবাড়ি, নড়াইলপাড়া, রাজারহাট ও পালপাড়াসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন আরও বলেন, “পিরোজপুরে আমরা সকলে মিলেমিশে থাকার চেষ্টা করছি। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আইন-শৃঙ্খলা মিটিংয়ে আমাদের জানানো হয়েছিল, সনাতন ধর্মাবলম্বীরা যাতে উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর থেকেই আমাদের যুবক ও ছাত্ররা বিভিন্ন মন্দির ও মণ্ডপ পাহারা দিয়ে আসছে, যাতে কোনো দুর্বৃত্ত হামলা বা ক্ষতি করতে না পারে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের সভাপতি ডা. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়ন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ অনেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...