বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পূজা বাজারের আয়োজন করা হয়। এ সময় দরিদ্ররা খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি প্রকাশ করেন।
পূজা বাজারে প্রতিটি পরিবারের জন্য রাখা হয় পোলাও চাল, চিনি, নারিকেল, আটা, তেল এবং একটি করে মুরগী। এই সামগ্রীগুলো ৫ টাকায় বিতরণ করা হয়। অনুষ্ঠান থেকে জানা যায়, এর মূল লক্ষ্য হলো দরিদ্র মানুষরা পূজার দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দের সাথে উপভোগ করতে পারে।
এ অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহায় সংগঠনের উপদেষ্টা ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল এবং সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য সহায় নামের এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। বক্তারা সংগঠনটির এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৮ সাল থেকে সফলভাবে কার্যক্রম চালিয়ে আসছে সহায় স্বেচ্ছাসেবী সংগঠনটি, যা নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...