বিজ্ঞাপন
গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় রাজনের পরিবারের দুরবস্থা শনাক্ত করা হয়। জানা যায়, দৈনন্দিন জীবনের অভাব-অনটনের কারণে রাজন ও তার স্ত্রী নিজেদের জমজ নবজাতক সন্তানদের বিক্রি করার চেষ্টা করছিলেন। খবরটি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কাছে পৌঁছালে তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন।
এরই ধারাবাহিকতায় আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোঃ রাজনের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে একটি অটোরিকশা প্রদান করা হয়। এতে করে তার পরিবারের আর্থিক সংকট নিরসন হবে এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
অটোরিকশা হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ কার্যক্রমে সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...