বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিলাইছড়ি বাজার শ্রী শ্রী করুণাময় কালী মন্দিরে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় পূজা উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, বিলাইছড়ি জোনের প্রতিনিধি সার্জেন্ট নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক মনি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কাজল কান্তি দে। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুল হক বলেন, “বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে প্রতিটি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করি। বিলাইছড়িতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি সকলে মিলে অনুষ্ঠান উদযাপন করেন, যা সম্প্রীতির দৃষ্টান্ত। আপনাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিই শক্তি। এই ঐক্য রাঙামাটি থেকে পুরো পার্বত্য জেলায় ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “কোন উপজেলায় কি হচ্ছে সেটি নিয়ে গুজবে কান দেবেন না। আপনারা একসাথে থাকুন, এটাই আপনাদের শক্তি। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি উৎসব ও কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...