Logo Logo

আগামী তিনমাস স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস


Splash Image

ছবি : সংগৃহিত

আগামী তিনমাস দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ারও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানায়, অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। অক্টোবর মাসে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হতে পারে। এছাড়া সারাদেশে ৩-৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং ৪-৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে।

লঘুচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিস জানায়, অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে বঙ্গোপসাগরে ৩-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১-২টি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

নভেম্বর-ডিসেম্বরে শীতের আগমন ও শৈত্যপ্রবাহের শঙ্কার বিষয়ে সংস্থাটি জানায়, নভেম্বর ও ডিসেম্বরে তাপমাত্রা কমতে শুরু করবে এবং কুয়াশার প্রকোপ বাড়বে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ (০৮-১০ ডিগ্রি সে.) বয়ে যেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (-২০.৮%) বৃষ্টিপাত হয়েছে। সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে মোট ৩টি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ৬-৯, ১২-১৬ ও ১৮-২২ সেপ্টেম্বর দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণ হয়েছে। তেঁতুলিয়ায় একদিনে সর্বোচ্চ ২০২ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাশাপাশি সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৮.০ ডিগ্রি সে. (১ সেপ্টেম্বর) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৫ ডিগ্রি সে. (২৮ সেপ্টেম্বর)।

মাসটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সে., সর্বনিম্ন ০.৫ ডিগ্রি সে. এবং গড় তাপমাত্রা ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...