Logo Logo

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৬ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা


Splash Image


বিজ্ঞাপন


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো ক্ষতিপূরণের চেক। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে মোট ১ কোটি ৩১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

​শুক্রবার ২৮ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

​প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “ক্ষতিগ্রস্তরা কোনো অনুদান নিচ্ছেন না, বরং তারা তাদের ন্যায্য অধিকারই পাচ্ছেন। ৩০ দিনের মধ্যেই যেন এই ক্ষতিপূরণ নিশ্চিত করা যায়, সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

​বিআরটিএ-এর আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠানটি এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর নজরদারি চলছে এবং প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া, আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে চালকদের ডোপ টেস্ট ও চোখের পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে তিনি ঘোষণা দেন।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “সড়কে নিয়ম-শৃঙ্খলা ও সচেতনতা বাড়াতে পারলে দুর্ঘটনা কমানো সম্ভব। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারিয়া তানজিম এবং বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লায়লাতুল মাওয়া। স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষয়িত্রী শাহানারা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা শেষে প্রধান অতিথি ও জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...