Logo Logo

মনোহরদীতে রেস্টুরেন্টের পর্দা ও ছোট কক্ষ অপসারণে ইউএনও’র নির্দেশ


Splash Image

মনোহরদী উপজেলার সকল রেস্টুরেন্টে থাকা ছোট ঘর, পৃথক রুম ও পর্দা অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের স্কুল ফাঁকি ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধে প্রশাসনের এমন পদক্ষেপ জনসাধারণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

প্রশাসন জানায়, রেস্টুরেন্টের ভেতরে পর্দা ও সেকশন করে তৈরি ছোট কক্ষগুলোর আড়ালে অনেক শিক্ষার্থী স্কুল পালিয়ে সময় কাটায়—এমন অভিযোগ তাদের কাছে আসছিল বেশ কিছুদিন ধরে। এসব বিবেচনায় এনে এবং শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে ইউএনও কঠোর নির্দেশনা দেন।

ইতোমধ্যেই মনোহরদী পৌর এলাকা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রেস্টুরেন্ট গুলোতে পর্দা ও ঘর অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও জানানো হয়।

অভিভাবক ও সচেতন মহল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রেস্টুরেন্টে খোলামেলা পরিবেশ নিশ্চিত হলে শিক্ষার্থীদের উদ্দেশ্যহীন সময় নষ্ট কমবে এবং শৃঙ্খলা বজায় থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...