বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতও হচ্ছিল। রাতের বৃষ্টিতে বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যান সাঈদ। এক পর্যায়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...